আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে পাকিস্তান–ও এশিয়ার নব শক্তিশালি দল আফগানিস্তান নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কার হাম্বানটোটায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে।
দু-দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে আফগানদের ১৪২ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে পাকিস্তান।
আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ২০১ রানের থামে পাকিস্তানের ইনিংস। ২০২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাক পেসার হারিস রউফের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৫৯ রানে পেকেট হয়ে যায় আফগানিস্তান দল। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হারিস রউফ।