আওয়ার টাইমস নিউজ
স্পোর্টস ডেস্ক: আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ক্রিকেট বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো হবে মোট তিনটি ভেন্যুতে। বুধবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তিনটি ভেন্যুর নাম নিশ্চিত করেছে।
গুয়াহাটি, হায়দরাবাদ ও তিরুবনন্তপুরম। আগামী ৫ অক্টোবর শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ দল নিজেদের প্রস্তুতি ম্যাচ গুলো খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও এশিয়ার শক্তিশালী দল শ্রীলঙ্কার বিপক্ষে।
এ ম্যাচ দুটির ভেন্যু হলো গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম। ২৯ সেপ্টেম্বর আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের এ মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের পরের প্রস্তুতি ম্যাচটি ২ অক্টোবর, প্রতিপক্ষ গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড। ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। বিশ্বকাপের দলে থাকা ১৫ জনই প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন।