
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হুমকি দেওয়া মানেই সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, এমনই এক ফতোয়া জারি করেছেন শিয়া মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি।
ইরানভিত্তিক রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলি নেতাদের সাম্প্রতিক বক্তব্য ও হুমকির প্রেক্ষিতে এই ফতোয়া জারি করা হয়েছে।
ফতোয়ায় গ্র্যান্ড আয়াতুল্লাহ বলেন,
“যে কেউ ইরানের নেতৃত্ব ও ধর্মীয় কর্তৃত্বকে হুমকি দেবে, সে মূলত আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছে।”
তিনি আরও বলেন,
“যারা এই হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়াবে, ত্যাগ স্বীকার করবে কিংবা কষ্ট সহ্য করবে, তারা মুজাহিদ হিসেবে গণ্য হবে।”
ট্রাম্পের স্বীকারোক্তি
শুক্রবার দেওয়া এক বক্তব্যে ট্রাম্প দাবি করেন, তিনি ১২ দিনের ইসরায়েলি সামরিক অভিযান চলাকালে ইসরায়েল এবং মার্কিন বাহিনীকে আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পরিকল্পনা থেকে বিরত রেখেছিলেন। তাঁর এ বক্তব্য বিশ্বজুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে।
‘খামেনি শুধু নেতা নন, তিনি ইসলামের প্রতিনিধিও’
তেহরান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়,
“খামেনি শুধু রাজনৈতিক নেতা নন, বরং ইসলামী মূল্যবোধ ও আইনশাস্ত্রের এক কেন্দ্রীয় ব্যাখ্যাদাতা। মুসলিম বিশ্ব তাকে কেবল নেতৃত্বের প্রতীক হিসেবে নয়, বিশ্বাস ও আত্মার অভিভাবক হিসেবেও দেখে।”