
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে টানা বৃষ্টি ও আকস্মিক বন্যায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে।
রবিবার (২৯ জুন) দেশটির বিপর্যয় ব্যবস্থাপনা সংস্থা (NDMA) এবং স্থানীয় প্রশাসনের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশ। সেখানে ১০ শিশুসহ অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৪ জন আকস্মিক বন্যায় ভেসে গেছেন।
এছাড়া পাঞ্জাব প্রদেশে প্রাণ হারিয়েছেন ১৩ জন, যাদের মধ্যে দেয়াল ধসে ৮ শিশু মারা গেছে। সিন্ধু ও বেলুচিস্তানে আরও ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন।
পাকিস্তানের আবহাওয়া বিভাগ সতর্ক করেছে, আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে আকস্মিক বন্যার ঝুঁকি আরও বাড়বে।
গত ২৪ ঘণ্টায় পাঞ্জাবের বিভিন্ন স্থানে লাহোর বিমানবন্দরে ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এর আগে গত মাসেও প্রবল ঝড়বৃষ্টিতে ৩২ জনের মৃত্যু হয়েছিল দেশটিতে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব পাকিস্তানে দিন দিন স্পষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা। তারা জনগণকে সতর্ক থাকতে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন।