আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের দেশ ছাড়তে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে নাইজারের সামরিক শাসক। মার্কিন যুক্তরাষ্ট্রসহ বাকি দেশগুলোর মধ্যে রয়েছে,ফান্স, জার্মানি এবং আফ্নারিকার দেশ ইজেরিয়া। খবর এএফপির।
এদিকে নাইজার সামরিক শাসকের দেওয়া এ আল্টিমেটাম তাৎক্ষনিক প্রত্যাখান করা হয়েছে প্যরিসের পক্ষ থেকে। তারা জানিয়েছে, ক্ষমতা দখলকারী সামরিক শাসকদের তারা কখনোই স্বীকৃতি দেয়নি এবং দিবেওনা।
গত ২৬ জুলাই সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। পশ্চিম আফ্রিকান জোট ইসিওডব্লিউএএস নাইজারের নতুন এ প্রশাসনকে স্বীকৃতি দেয়নি। তারা মোহাম্মদ বাজোমকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য আহ্বান জানিয়ে যাচ্ছে। এবং গতকাল তারা নাইজারের সামরিক শাসক বাহিনীর কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্ৰহন করার হুমকিও দিয়েছেন।