
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: সৌদি আরবের প্রতি ক্রিশ্চিয়ানো রোনালদোর ভালোবাসা যেন দিন দিন আরও গভীর হচ্ছে। ইউরোপ, লাতিন আমেরিকা বা যুক্তরাষ্ট্রে যাওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তিনি থেকে যাচ্ছেন প্রিয় ক্লাব আল নাসরেই। শুধু তাই নয়, রোনালদো জানিয়ে দিয়েছেন—তার ইচ্ছা আজীবন সৌদি আরবেই বসবাস করার।
সম্প্রতি ক্লাবের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, “সৌদি আরব এমন এক দেশ, যেখানে আমি ও আমার পরিবার নিজেদের বাড়ির মতো অনুভব করি। আমরা এখানে খুবই সুখে আছি। মানুষ আমাদের আন্তরিকভাবে গ্রহণ করেছে।” শান্তিপূর্ণ এই দেশেই জীবন কাটিয়ে দেওয়ার আশা ব্যক্ত করেন এই পর্তুগিজ তারকা।
এই মন্তব্যে রীতিমতো জল্পনা শুরু হয়েছে, তবে কি গোপনে ইসলাম গ্রহণ করেছেন রোনালদো? যদিও এ বিষয়ে তিনি কিছু জানাননি, তবে তার জীবনধারায় সাম্প্রতিক কিছু পরিবর্তন এবং ইসলামি সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন এর আগেও জনমনে কৌতূহলের জন্ম দিয়েছিল।
২৫ জুন আল নাসরের সঙ্গে আরও দুই বছরের নতুন চুক্তি করেন রোনালদো। বয়স ৪২ ছুঁলেও মাঠে এখনো সক্রিয় তিনি। নতুন চুক্তির আওতায় তার বার্ষিক আয় দাঁড়িয়েছে ১৮৮ মিলিয়ন ইউরো, যা দৈনিক প্রায় ১৩ কোটি টাকা।
সাক্ষাৎকারে রোনালদো বলেন, “গত মৌসুমে পারফরম্যান্স নিয়ে আমি খুশি না। এবার সব ভুলে নতুন শুরু করতে চাই। বিশ্বাস করি, সৌদি আরবেই আমি চ্যাম্পিয়ন হব।”
আল নাসরের হয়ে এখন পর্যন্ত ১০৫ ম্যাচে ৯৩ গোল করেছেন রোনালদো। তবে এখনও লিগ শিরোপা অধরা। নতুন মৌসুমে সেই শিরোপার জন্যই দৃঢ়প্রতিজ্ঞ রোনালদো।
সৌদিতে আরও স্বপ্ন বুনছেন রোনালদো—শুধু ক্লাব নয়, জাতীয় দলের হয়েও ২০২৬ বিশ্বকাপে খেলার লক্ষ্য রয়েছে তার।
সূত্র: বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়ামাধ্যম ও আল নাসর ইউটিউব সাক্ষাৎকার