আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে গুরুত্বপূর্ণ চিঠি লিখেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আজ রোববার (২৭ আগস্ট) ড. মুহাম্মদ ইউনূসের ফেসবুক ভেরিফায়েড পেজে চিঠিটি শেয়ার করা হয়েছে।
ড.ইউনুসের উদ্দেশ্য দেওয়া ১৭ আগস্টের সেই চিঠিতে বারাক ওবামা বলেছেন, দীর্ঘদিন ধরে মানুষকে তাদের পরিবার এবং সম্প্রদায়ের দারিদ্র্য থেকে বের করে আনার উপায় খুঁজে দেওয়ার মাধ্যমে জনগণকে ক্ষমতায়নের জন্য আপনার প্রচেষ্টায় আমি সত্যিই অনুপ্রাণিত হয়েছি।