আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: সময়ের আলো নামের একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকার অনুষ্ঠানে হেফাজত ইসলাম বাংলাদেশের অন্যতম নেতা আল্লামা মামুনুল হক বলেন, ১টা নমরুদ! ১টা কারুন! ১টা ফেরাউন একটা আবদুল্লাহ্ ইবনে উবাই অর্থাৎ মুনাফিকদের সর্দার এ চারজনকে একসাথে ১টা গ্লাসের মধ্যে গোলালে ১টা জা'লি'ম খু'নি হাসিনা তৈরি হয়, এ সময় তিনি সাক্ষাৎকার অনুষ্ঠানের উপস্থাপকের উদ্দেশ্যে বলেন একথা আমি এমনেতেই বলি নাই, বরং আমার ইতিহাস থেকে বলেছি।
সাবেক হাসিনা সরকার সম্পর্কে এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। অনেকেই মন্তব্য করেছে মামুনুল হকের কথা শতভাগ সত্য! আবার কেউ কেউ মামুল হককে নিয়ে বিরূপ প্রতিক্রিও দেখিয়েছেন।