আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: চার মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই আগুন ঝরাচ্ছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তাঁর বিধ্বংসী স্পেল আর তানজিম হাসান সাকিবের আগ্রাসী বোলিংয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে শুরুতেই চাপে স্বাগতিক শ্রীলঙ্কা। কলম্বোর মাঠে শুরুতেই দেখা দিয়েছে টাইগারদের পেস ঝড়।
টসে জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। তবে প্রথম ১০ ওভারের মধ্যেই মাত্র ৫০ রানে ৩ উইকেট হারিয়ে পড়ে গেছে বড় চাপের মুখে।
চার মাস পর চোট কাটিয়ে মাঠে ফিরেই নিজের তৃতীয় ওভারে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। তার ইনসুইং ডেলিভারিতে স্টাম্প উড়ে যায় মাদুশকার। এরপর চতুর্থ ওভারে মিড-অফে সহজ ক্যাচ তুলে দিয়ে ফেরেন কামিন্দু মেন্ডিস।
তাসকিনের প্রথম পাঁচ ওভারের পরিসংখ্যান: ৪.২ ওভার, ২ মেইডেন, ৬ রান, ২ উইকেট—যা তার নিয়ন্ত্রিত আগ্রাসনের প্রমাণ।
অন্যপ্রান্তে তানজিম হাসান সাকিব ফেরান ওপেনার পাথুম নিসাঙ্কাকে। তার ব্যাক অফ লেংথ ডেলিভারিতে বাড়তি বাউন্সে কট-বিহাইন্ড হন নিসাঙ্কা। শূন্য রানেই সাজঘরে ফেরেন তিনি।
তবে কুশল মেন্ডিস একপ্রান্তে লড়াই চালিয়ে যাচ্ছেন। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা মেন্ডিস ১৩ বলে ২০ রান করেছেন (৩ চার, ১ ছক্কা)। তাঁর ব্যাটেই ভর করে শ্রীলঙ্কা ইনিংস টিকিয়ে রাখার চেষ্টা করছে।
বাংলাদেশের পেস আক্রমণ শুরুতেই যেভাবে প্রতিপক্ষকে কোণঠাসা করেছে, তাতে ম্যাচের মোড় শুরু থেকেই টাইগারদের পক্ষে বলে মনে করছেন বিশ্লেষকরা।