
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল ভূখণ্ডে হঠাৎ ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুতি। মঙ্গলবার (১ জুলাই) হঠাৎ করে ইসরায়েলের রাজধানী জেরুজালেমে হামলার সতর্কতা সাইরেন বেজে উঠলে আতঙ্কে নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়াতে থাকেন স্থানীয় বাসিন্দারা।
ইসরায়েলি সামরিক বাহিনী (IDF) জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে এই ঘটনায় হুতি গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেলআবিব।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ বলেন, “ইরানের সাপের মাথায় আঘাত করার পর এবার ইয়েমেনেও হুতিদের কঠিন জবাব দেওয়া হবে। যারা ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে, সেই হাত কেটে ফেলা হবে।”
ইরান সমর্থিত হুতি গোষ্ঠী গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে দাবি করলেও, এ হামলা ইসরায়েল ও ইয়েমেনের মধ্যে নতুন করে সরাসরি সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।
এর আগে ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের বেশ কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংস হয়। পাল্টা জবাবে হুতিদের এই মিসাইল হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
সূত্র: রয়টার্স, টাইমস অব ইসরায়েল, আরব নিউজ