
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: পাবনা-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার (৫ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় যাত্রীবাহী বাস ‘পাবনা এক্সপ্রেস’ এবং বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন, সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের আবেদ আলী (৩৮) ও সাঁথিয়ার আতাইকুরা কালী দরপাড়া গ্রামের মনসুর আলী (৪০)। অপর একজনের নাম এখনও নিশ্চিত হওয়া যায়নি। মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার সময় বাসটি নারায়ণগঞ্জ থেকে পাবনার দিকে যাচ্ছিল।
পূর্ব বনগ্রামে পৌঁছালে পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনার পর পুলিশ দ্রুত মরদেহ উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাসচালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন।
সে কারণে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে এই ভয়াবহ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশ্ন উঠেছে—মৃত্যুর এই মিছিল কি থামবে না কখনও? নিয়মিত যাত্রীদের প্রাণহানির এই করুণ চিত্র যেন আমাদের সড়ক নিরাপত্তা ব্যবস্থার অক্ষমতার নগ্ন উদাহরণ হয়ে উঠছে।