২৪শে জানুয়ারি, ২০২৫, ২৩শে রজব, ১৪৪৬

লিটনের জায়গায় এনামুল হক বিজয়” নির্বাচকদের এমন সিদ্ধান্তকে কিভাবে দেখছেন ক্রিকেটপ্রেমীরা

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল লিটন দাস জরের কারণে এশিয়া কাপের প্রথম ম্যাচটি খেলতে পারবে না। কিন্তু হঠাৎ করেই শুনে গেলো দুঃসংবাদ এশিয়া কাপ থেকে পুরোপুরি ভাবে ছিটকে পড়লো লিটন দাস। ফলে লিটনের জায়গায় সু্যোগ পেয়ে গেল ভাগ্যবান ক্রিকেটার এনামুল হক বিজয়।

আশ্চর্যের বিষয় হলো বিজয় এশিয়া কাপের স্ট্যান্ডবাই অর্থাৎ অতিরিক্ত খেলোয়াড় হিসেবে স্কোয়াডেও ছিলেন না, এরপরও বিজয়কে দলে ফিরিয়েছেন নির্বাচকরা। এই বিষয়ে প্রধান নির্বাচক নান্নুর মন্তব্য হচ্ছে, বিজয়ী উইকেট কিপার এবং ডানহাতী ব্যাটসম্যান এদিক বিবেচনা করেই বিজয়কে দলে সুযোগ দেওয়া হয়েছে, এছাড়াও নির্বাচন নান্নু বলেছেন ঘরোয়া ক্রিকেটে বিজয়ের ব্যাটিং পারফরম্যান্স ভালো এবং ধারাবাহিকতা ছিল তাই তাকে আমরা একজন টপ অর্ডার হিসেবে দলে নিয়েছি।

এদিকে লিটনের জায়গায় এনামুল হক বিজয়কে দলের সুযোগ দেওয়াতে খুশি হয়েছেন বিজয়ের ভক্তরা। তবে যোগাযোগ মাধ্যমের অনেক ক্রিকেট সমর্থক বিশ্লেষকরা মনে করেন, লিটন কুমার দাসের জায়গায় জাকির হোসেন সবচেয়ে বেশি যোগ্য ক্রিকেটার ছিলেন, কারণ বিজয় সর্বশেষ ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচে বাজে পারফরমেন্স করেছিলেন। অন্যদিকে এ দলের হয়ে ধারাবাহিক পারফরমেন্স করেও জাকির কে দলে সুযোগ না দিয়ে বিজয়কে নেওয়াতে নির্বাচকদের উপর বিরক্তিকর প্রতিক্রিয়া জানিয়েছেন সমর্থকরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেলের এমন সিদ্ধান্ত কে আপনি কিভাবে দেখছেন? এবং লিটনের জায়গায় এ দলের হয়ে ধারাবাহিক পারফরমার জাকির হোসেনকে দলে না নিয়ে এনামুল বিজয়কে দলে সুযোগ দেওয়াটা একজন ক্রিকেট সমর্থক হিসেবে আপনি কতটুকু যৌক্তিক মনে করেন, জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে…

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত