
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘অপরাধমূলক কর্মকাণ্ডের’ প্রকাশ্য নিন্দা জানিয়ে ইরানের দূতাবাসে সফর করেছেন একটি ইহুদি প্রতিনিধিদল। লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাসে গিয়ে তারা ইসরায়েলি হামলায় নিহত ইরানিদের স্মরণে খাতায় স্বাক্ষর করেন এবং নেতানিয়াহুর প্রতি কঠোর ক্ষোভ প্রকাশ করেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম Ynet জানায়, শুক্রবার ইহুদি প্রতিনিধিরা ইরানিদের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ‘জায়নিস্ট শাসনের’ কর্মকাণ্ড কোনো ধর্মীয় ইহুদিতত্ত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানায়, প্রতিনিধিদলটি ‘নেতানিয়াহুর অপরাধমূলক ও অমানবিক কাজকর্মের’ বিরুদ্ধে নিন্দা জানিয়ে উল্লেখ করেন, তার এই কর্মকাণ্ড জনসাধারণকে ভুল পথে পরিচালিত করছে। তারা আরও বলেন, “নেতানিয়াহুর আসল উদ্দেশ্য সম্পর্কে বিশ্ববাসীর অজ্ঞতা আমাদের হতবাক করে।”
তবে, দূতাবাস ত্যাগ করার সময় এক ইসরায়েলি ব্যক্তি ইহুদি প্রতিনিধিদের ভিডিও ধারণ করে চিৎকার করে বলেন, “আপনারা কেন সন্ত্রাসী ইরানি শাসনের পক্ষে দাঁড়াচ্ছেন?” তিনি বলেন, “ইরানি ও ইহুদিদের উভয়েরই উচিত এই শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করা।”
প্রসঙ্গত, গত ১৩ জুন ইসরায়েল সরাসরি ইরানে হামলা চালায়, যাতে উচ্চপর্যায়ের সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীসহ অনেক সাধারণ মানুষ নিহত হন। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল অধিকৃত অঞ্চলে এবং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ সামরিক ঘাঁটিতে হামলা চালায়।
এই উত্তপ্ত পরিস্থিতিতে গত ২৪ জুন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেন। ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে তিনি জানান, ইরান ও ইসরায়েল একটি ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা ধাপে ধাপে কার্যকর হবে।
ট্রাম্প বলেন, “এই যুদ্ধবিরতির সময় উভয় পক্ষ শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে এবং আমরা ধরে নিচ্ছি, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলবে। আমি উভয় দেশকে তাদের সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই।”