আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান দল, শুরুতেই নেপালি বোলারদের বিধ্বংসী বোলিংয়ে ৬ ওভারে মাত্র ২৫ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় পাক বাহিনী। ওই সময়ে নেপালি বোলারদের মোকাবেলা করতে পাকিস্তানের ব্যাটারদের বেশ অসুবিধাই হচ্ছিল, মনে হচ্ছিল আজ হয়তো অল্প রানেই গুটিয়ে যাবে পাকিস্তান দল।
কিন্তু সব বিপদের আশঙ্ক মুছে দিয়ে বিশ্বসেরা ব্যাটসম্যান বাবর আজমের দায়িত্বশীল ও ইফতিখার আহমেদের টি-টোয়েন্টি স্টাইলের ব্যাটিংয়ের সুবাদে পুসকে নেপালকে রানের পাহাড়ের মধ্যে পেলে দেয় পাকিস্তান।
বাবর আজমের ১৫১ আর বুড়ো ইফতিখারের হার না মানা ১০৯ রানের অতিমানবীয় ইনিংসের কল্যানে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে নেপালকে ৩৪২ রানের পাহাড়সম টার্গেট দেয় পাকিস্তান।