
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ফ্যাসিবাদ পুরনো হোক বা নতুন—এই জাতি কাউকে ছাড় দেবে না। জনগণ এখন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তাকিয়ে আছে। যারা আবারও আগের মতো ভুয়া নির্বাচনের ছক আঁকছে, তাদের প্রতি আমাদের কড়া বার্তা—মানুষ রক্ত দিয়ে এই পরিবর্তন এনেছে, প্রয়োজনে আবার রক্ত দিয়ে তা রক্ষা করবে।”
শনিবার সকাল ৭টার দিকে কুমিল্লা আলেখারচর ও পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কুমিল্লা মহানগর জামায়াতের আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “আমরা ১৪, ১৮ কিংবা ২৪-এর মতো কোনো পাতানো নির্বাচন দেখতে চাই না। আমরা লক্ষ করছি, আবারও কিছু মহল সেই ধরনের আলামত সৃষ্টি করতে চাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণ এবার কাউকে ছাড় দেবে না, আমরাও না।”
ডা. শফিকুর রহমান বলেন, “২৪-এর গণ-আন্দোলনের মধ্য দিয়ে যে রক্তঝরা পরিবর্তন এসেছে, তা কেবল ব্যক্তি বা গোষ্ঠীবিশেষের বিরুদ্ধে নয়—এটি ছিল ফ্যাসিবাদ এবং অবিচারের বিরুদ্ধে জাতির লড়াই। সেই লড়াই চলবে, যতদিন পর্যন্ত এই দেশে ফ্যাসিবাদের সামান্য চিহ্নও থাকবে।”
তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ রেখে যেতে চাই যেখানে ছাত্র, যুবক, শ্রমিকরা শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবে। যেখানে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতে হবে না। সেই বাংলাদেশ গড়তে হলে চাঁদাবাজমুক্ত, দখলদারমুক্ত, মানবিক সমাজ গড়তে হবে। আর তার জন্য একমাত্র বিকল্প হলো আল্লাহর আইন প্রতিষ্ঠা।”
এ সময় তিনি সকলকে আহ্বান জানান, “আসুন, আমরা আল্লাহর আইনের দিকে ফিরে যাই এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলি।”
পথসভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মুহাম্মদ, নায়েবে আমির এমদাদুল হক মামুন, সেক্রেটারি মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।