
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: শনিবার (৫ জুলাই) সকালে এক বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সহযোগিতা করছে, তারাও আইনের দৃষ্টিতে অপরাধী।
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব ব্যক্তি দণ্ডিত হয়েছেন, তারা কোনোভাবেই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল জানান, “দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও দেশে ফ্যাসিস্ট শক্তির ফিরে আসার আশঙ্কা নেই।”
সংবিধান নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, “সংবিধান নতুন করে লেখা যেতেই পারে। তবে আমাদের সংবিধান রক্তের বিনিময়ে অর্জিত ১৯৭২ সালের সংবিধান। বিতর্কিত সংশোধনীগুলো বাদ দিয়ে এটিকে আরও সময়োপযোগী করা সম্ভব।”
তিনি আরও জানান, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে কি না, তা সম্পূর্ণ সরকারের নীতিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।