
আওয়ামী নেতাদের দমন-পীড়ণ এজিদ বাহিনীর সমতুল্য ছিল: তারেক রহমান
আওয়ামী লীগের দমন-পীড়ণকে এজিদ বাহিনীর বর্বরতার সঙ্গে তুলনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমন-পীড়ণ এজিদ বাহিনীর মতোই নিষ্ঠুর ছিল।”
তিনি বলেন, “ইমাম হোসেন (রা.) ও তার সাথীদের আত্মদানের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে।” একইসঙ্গে তিনি উল্লেখ করেন, “ইমাম বাহিনীর সেই চূড়ান্ত আত্মত্যাগ ও ন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াই আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।”
তারেক রহমান অভিযোগ করেন, “গত ১৬ বছরে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার গুম, খুন, ভোটাধিকার হরণ, অর্থপাচারসহ নানা অপকর্মে নিমজ্জিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি রাখা হয়েছে এবং তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে।”
আশুরার তাৎপর্য তুলে ধরে তারেক রহমান বলেন, “পবিত্র আশুরা কেবল শোক ও আত্মত্যাগের দিন নয়, এটি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিরোধের শিক্ষা দেয়। কারবালার প্রান্তরে ইমাম হোসেন (রা.) এর শাহাদাত মানবতার ইতিহাসে এক অবিস্মরণীয় দৃষ্টান্ত।”
তিনি আরও বলেন, “ইমাম হোসেন (রা.) এর আত্মত্যাগ সব যুগের অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের উৎস। সেই পথ অনুসরণ করে আমাদেরও দেশ ও জাতির জন্য ন্যায়, ইনসাফ ও মানবিকতা প্রতিষ্ঠায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
বার্তার শেষে শহীদ ইমাম হোসেন (রা.) ও তার সঙ্গীদের রুহের মাগফিরাত কামনা করে গভীর শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।