
আওয়ার টাইমস নিউজ।
দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু শুরু থেকেই চাপে পড়ে দল। ওপেনার তানজিদ হাসান দ্রুত ফিরে গেলে মাঝের সময়টা সামলে নেওয়ার চেষ্টা করেন নাজমুল হোসেন ও পারভেজ ইমন। তাদের ৬৩ রানের জুটি কিছুটা স্বস্তি দিলেও এরপর একের পর এক উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
পারভেজ ইমন করেন ৬৭ রান, আর হৃদয় হাফসেঞ্চুরি করেও রানআউট হয়ে যান ভুল বোঝাবুঝিতে। এরপর মিরাজ, শামীম, জাকেররা ছোট ছোট ইনিংস খেললেও কেউ বড় অবদান রাখতে পারেননি। শেষ দিকে তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমানের ৩০ রানের জুটি দলকে টেনে নেয় ২৪৮ রানে।
৪৫.৫ ওভারে অলআউট হয় বাংলাদেশ। আশিথা ফার্নান্দো ৪ উইকেট ও হাসারাঙ্গা ৩ উইকেট নেন।
এই লক্ষ্য রক্ষায় এখন বাংলাদেশের বোলারদের সামনে বড় চ্যালেঞ্জ।
সমর্থকদের মনে প্রশ্ন জিতবে কি বাংলাদেশ?