
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় ওয়ানডেতে জয়ের জন্য বাংলাদেশের দরকার মাত্র ৪টি উইকেট। ৩১ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১৩৭/৬। জয়ের জন্য সফরকারীদের এখনো করতে হবে ১১২ রান, হাতে আছে মাত্র ৪টি উইকেট।
এ মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। নিজের চতুর্থ উইকেট তুলে নিয়ে লঙ্কান ব্যাটিং লাইনআপে আরও একবার আঘাত হানলেন তিনি। এবার শিকার হলেন দুনিথ ভেল্লালাগে। বল লেংথে খানিকটা ছোট হওয়ায় ভেল্লালাগে ঠিকভাবে ঠেকাতে না পেরে উইকেটকিপার জাকের আলীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন। তিনি করেন ১০ বলে মাত্র ১ রান।
তানভীরের অসাধারণ স্পিনে বাংলাদেশ এখন দারুণভাবে এগিয়ে। বাকি উইকেটগুলো দ্রুত তুলে নিতে পারলে টাইগারদের জন্য অপেক্ষা করছে দারুণ এক জয়।