
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: শ্বাসরুদ্ধকর এক জয় নিয়ে মাঠ ছাড়লো টাইগাররা। দীর্ঘ ৭ মাস ও ৭ ম্যাচ পর, অবশেষে হাসলো বাংলাদেশের মুখ। ১৬ রানের এই মূল্যবান জয়ে সিরিজে ১–১ সমতা ফিরেছে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে যেন একরাশ স্বস্তি ও আত্মবিশ্বাস ফিরেছে টাইগার শিবিরে।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংসটা শুরু হয় রকেট গতিতে। পারভেজ হোসেন ইমনের দাপুটে ৬৭, তাওহীদ হৃদয়ের স্থির ৫১ আর শেষদিকে তানজিম সাকিবের বিস্ফোরক ২১ বলে ৩৩ রানের ইনিংসে দল করে ২৪৮।
তবে এই রানের পাহাড় রক্ষা করাটাই যেন বড় চ্যালেঞ্জ ছিল টাইগারদের জন্য।
লঙ্কানদের শুরুটা ছিল বিধ্বংসী – মাত্র ৯.৫ ওভারেই তুলে ফেলে ৭৫ রান। কুশল মেন্ডিসের ৩১ বলে ৫৬ রানের ইনিংস তখন ম্যাচটাকে একপেশে করে তুলেছিল।
ঠিক তখনই বল হাতে নেন তানভীর ইসলাম। তার স্পিন ঘূর্ণিতে এলোমেলো হয়ে যায় শ্রীলঙ্কার মিডল অর্ডার। ৪ উইকেট নিয়ে গুঁড়িয়ে দেন প্রতিপক্ষকে। শামীম পাটোয়ারী ও মিরাজের টাইট স্পিন বোলিংও লঙ্কানদের দম ফেলে দেয়।
শেষদিকে লিয়ানাগে লড়াই জমিয়ে তুললেও, মোস্তাফিজের হাতে ধরা পড়ে তার সেই ৭৮ রানের ইনিংস হয়ে যায় নিষ্ফল। এরপর তানজিম সাকিব চামিরাকে বোল্ড করে নিশ্চিত করেন বাংলাদেশের রুদ্ধশ্বাস ১৬ রানের জয়।
এই জয় শুধু ম্যাচ বাঁচায়নি, সিরিজে ফেরার রসদ জুগিয়েছে বাংলাদেশকে। এখন ফয়সালা হবে পাল্লেকেলেতে।