
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘ভবিষ্যতে দেশে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না।’ শুক্রবার (৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতীকী তারুণ্য সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া রাজনৈতিক দল অটোমেটিকভাবে বিলুপ্ত হয়ে যায়। আওয়ামী লীগ ভুল রাজনীতি, মানবতার বিরুদ্ধে অপরাধ, লুটপাট, রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছে। তাই এ দল বিলুপ্তির পথে।”
ড. রিপন আরও বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলেও চলবে। তাদের ভুল রাজনীতির কারণেই জনগণ আর তাদের গ্রহণ করবে না। আওয়ামী লীগের রাজনীতি এ দেশে আর ফিরবে না।”
তিনি দাবি করেন, প্রশাসনে যেসব কর্মকর্তা আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছেন, বিগত তিনটি নির্বাচনে বিতর্কিত ভূমিকা রেখেছেন, তাদের চাকরি থেকে বহিষ্কার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে।
আওয়ামী দোসরদের প্রশাসন ও সচিবালয় থেকে অপসারণে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু, রহিমা শিকদারসহ তৃণমূল নাগরিক আন্দোলনের নেতারা।