
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: প্রস্তাবিত প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের মন্তব্যকে ‘স্ববিরোধী ও অশোভন’ বলে আখ্যা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এই প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, “পিআর পদ্ধতি নিয়ে মতভেদ থাকতেই পারে। কিন্তু সালাহউদ্দিন আহমেদ যেভাবে ইসলামী আন্দোলনকে আক্রমণ করেছেন, তা রাজনৈতিক সৌজন্যবোধের পরিপন্থী এবং সভ্য রাজনৈতিক পরিবেশে অগ্রহণযোগ্য।”
বিবৃতিতে বিএনপির অতীত অংশগ্রহণমূলক নির্বাচন ও নেতাদের উল্লেখ করে বলা হয়, “চট্টগ্রামে শাহাদাত হোসেন ও ঢাকায় ইশরাক হোসেন আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশ নিয়েছেন। সেখানে পিআর পদ্ধতি নিয়ে ইসলামী আন্দোলনকে আক্রমণ করা স্ববিরোধী।”
এছাড়া, সালাহউদ্দিনের অতীত কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলে ইসলামী আন্দোলন। গুম ইস্যুতে তার অবস্থানকে সন্দেহজনক বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, “সালাহউদ্দিন আহমেদকে প্রকাশ্যে দুঃখপ্রকাশ করতে হবে। না হলে রাজনৈতিক অপসংস্কৃতির দায় তাকেই নিতে হবে। বিএনপিকেও এমন নেতাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, যাতে বিভ্রান্তি না ছড়ায়।”
শেখ ফজলুল করীম মারুফ বলেন, “ভিন্নমত প্রকাশ গণতন্ত্রে স্বাভাবিক, তবে তা হতে হবে মার্জিত ভাষায় এবং যুক্তিনির্ভরভাবে। সালাহউদ্দিনের বক্তব্য শুধু অশোভন নয়, বরং বিএনপির অবস্থানকেও দুর্বল করেছে।”