
আওয়ার টাইমস নিউজ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম দাবি করেছেন, টেলিভিশনের এক আলোচনায় দেওয়া তার বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, “আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আমি একটি উদাহরণ দিয়েছিলাম। পাশাপাশি ইরান, আমেরিকা, রাশিয়াসহ আরও কিছু রাষ্ট্রের প্রসঙ্গও তুলেছি। কিন্তু কিছু মিডিয়ায় শুধু আফগানিস্তানের অংশটুকু বিকৃতভাবে তুলে ধরে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত।”
শনিবার সিরাজগঞ্জের বেলকুচি সদরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “একটি ভঙ্গুর রাষ্ট্র হিসেবে তালেবানরা ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আসে। তীব্র আন্তর্জাতিক অবরোধ ও চক্রান্তের মধ্যেও দেশটি মাত্র কয়েক বছরের ব্যবধানে ৯ শতাংশ মুদ্রা প্রবৃদ্ধি অর্জন করেছে। আমি শুধু বলেছি, তাদের এই সাফল্যের সূত্র অনুধাবন করে প্রয়োগ করা যেতে পারে।”
ফয়জুল করীম আরও বলেন, “জনগণ যদি ইসলামপন্থীদের ওপর আস্থা রাখে, আমরা বাংলাদেশকে ইনসাফ ও উন্নয়নের এমন এক রাষ্ট্রে রূপান্তর করতে পারবো, যা গোটা বিশ্বের কাছে একটি রোল মডেল হবে।”