আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, লেবানন ও ফিলিস্তিনের প্রতিরোধ ফ্রন্ট এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী।
শুক্রবার (১ সেপ্টেম্বর) লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সাথে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
হিজবুল্লাহর এই মহাসচিব আরো বলেছেন, দ*খল*দার ইহু*দিবাদীরা যদি ভুল হিসাব-নিকাশের ভিত্তিতে কোনো রকম হামলা চালিয়ে বসে তাহলে আমরা অবশ্যই তাদেরকে দৃষ্টান্তমূলক জবাব দিবো। এ সময় তিনি ইরানের ভূমিকার প্রশংসা করেন এবং ইরানি কমান্ডার শহীদ কাসেম সোলাইমানিসহ অন্য শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।