
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নৃশংস অভিযান অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় ৭৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী।
আল জাজিরা জানিয়েছে, গাজার খান ইউনিস, নুসেইরাত ও গাজা সিটিসহ বিভিন্ন এলাকায় বিমান ও স্থল হামলায় ফিলিস্তিনি নাগরিকদের হত্যা করা হয়েছে। হামলার সময় চলছিল যুদ্ধবিরতির আলোচনা, যার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার।
হামাস ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দিলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করে রক্তপাত চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, হামাসের কিছু সংশোধনী গ্রহণযোগ্য নয় বলে তাদের অবস্থান।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধ এখন পর্যন্ত প্রায় ৫৭ হাজার ৩৩৮ জন ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে। আহত হয়েছেন আরও ১ লাখ ৩৫ হাজার ৯৫৭ জন।
জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল যুদ্ধ বন্ধে আহ্বান জানালেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার তা উপেক্ষা করে চলছে গণহত্যার পথে। ইসরায়েলের বিরুদ্ধে ইতোমধ্যে আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলা চলছে।