
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: রাজশাহীতে অনুষ্ঠিত জুলাই আন্দোলনের পদযাত্রায় বসুন্ধরা গ্রুপের সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ।
রোববার (৬ জুলাই) রাত ৮টার দিকে রাজশাহীর রেলগেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত পদযাত্রা শেষে সমাবেশে বক্তব্য দেন তিনি।
বক্তৃতায় তিনি বলেন, “খুনি হাসিনার পক্ষে বসুন্ধরার মিডিয়া যে ভূমিকা পালন করেছে, আমরা তা ভুলিনি। বসুন্ধরার সাংবাদিকরা অপরাধের বৈধতা দিতে আবার মাঠে নেমেছেন, আরেকটি এক-এগারো ঘটাতে চাচ্ছেন। জনগণ তা মেনে নেবে না।”
তিনি আরও বলেন, “ভোটাধিকার ও ন্যায্য অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জনগণকে সঙ্গে নিয়েই এই চূড়ান্ত লক্ষ্য অর্জন করবো।”
এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।