
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজার বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনীর টানা হামলায় আরও অন্তত ৮২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন ৩৯ জন। আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
গাজা সিটির বাসিন্দা মাহমুদ আল-শেখ সালামা জানান, “গতরাত ২টার দিকে আমাদের ঘুম ভাঙে বিকট বিস্ফোরণে। কিছুক্ষণের মধ্যে আরও একটি বিস্ফোরণ হয়। ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়ে যান।”
এছাড়াও মার্কিন ও ইসরাইল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রেও হামলা চালানো হয়। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুধুমাত্র জিএইচএফ কেন্দ্রগুলোর আশেপাশে খাবার সংগ্রহের সময় হামলায় ৭৪৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ৮৯১ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, গত মাসে ট্রাম্প প্রশাসন জিএইচএফকে ৩০ মিলিয়ন ডলারের সরাসরি অনুদান দেওয়ার ঘোষণা দেয়। তবে অভিযোগ রয়েছে, এসব কেন্দ্রের আশেপাশে খাবারের জন্য অপেক্ষারত মানুষদের লক্ষ্য করেই ইসরাইলি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে।
ইতিমধ্যে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাস এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলেও, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলোচনা চালাতে মধ্যস্থতাকারী দেশ কাতারে প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সূত্র: আল জাজিরা