
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় চলমান ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়ে ব্রিকস শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। রিও ডি জেনেইরোতে আয়োজিত সম্মেলনের সূচনাতেই এই সাহসী বক্তব্য দেন তিনি, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।
লুলা বলেন, ‘ইসরায়েল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে গণহত্যা চালাচ্ছে, তা আমরা আর মেনে নিতে পারি না।’ তিনি আরও উল্লেখ করেন, ‘যুদ্ধের অস্ত্র হিসেবে অনাহার বা খাদ্যহীনতাকে ব্যবহার করাও নিন্দনীয় ও অগ্রহণযোগ্য।’
ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান সম্পর্কে লুলা স্পষ্ট করেন, সমাধান একটাই, ইসরায়েলি দখলদারিত্বের অবসান এবং ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে পূর্ণ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা।’
দুই দিনব্যাপী এ ব্রিকস সম্মেলনে ব্রাজিল ছাড়াও রাশিয়া, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং সম্প্রতি যুক্ত হওয়া নতুন সদস্য দেশগুলোর প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সম্মেলনে পশ্চিমা আধিপত্যবাদের সমালোচনা, অর্থনৈতিক সহযোগিতা ও আন্তর্জাতিক কূটনীতিতে যৌথ ভূমিকা জোরদারের বিষয়গুলো আলোচনায় উঠে আসছে।
বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট লুলার এই দৃপ্ত ভাষণ ব্রিকস জোটকে একটি নতুন আন্তর্জাতিক ন্যায়বিচারক শক্তি হিসেবে প্রতিষ্ঠার ইঙ্গিত
দিচ্ছে।
সূত্র: আল জাজিরা