
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আগামী পাঁচ মাস পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ধরে নিয়েই আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার রাজধানীর উত্তরা শিল্পাঞ্চল পুলিশ সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এখনো হাতে সময় রয়েছে পাঁচ-ছয় মাস। তাই আগেভাগেই প্রস্তুতি শুরু করা হয়েছে।’
বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্য, দেশে এখন নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ নেই—এই বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ‘রাজনীতিতে অনেকে অনেক কথা বলেন, তাদের প্রশ্ন তাদের কাছেই করুন। আমাদের প্রস্তুতি আমাদের মতো করে চলছে। সেখানে কোনো ঘাটতি নেই।’
নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষায় যথাযথ প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচন কেবল আইন-শৃঙ্খলা বাহিনীর বিষয় নয়। নির্বাচন কমিশন, প্রশাসন, এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোও দায়িত্বশীল ভূমিকা পালন করবে—এটাই প্রত্যাশা। আমাদের প্রস্তুতি যথেষ্ট রয়েছে।’
সম্প্রতি বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া সহিংসতা বা ‘মব’ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘কুমিল্লা, চট্টগ্রাম, লালমনিরহাট ও ফরিদপুরে কিছু ঘটনা ঘটেছে, তবে আমরা এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি। জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।’
শিল্প পুলিশ সম্পর্কে তিনি জানান, ‘গত জুলাই-আগস্টে কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক। তবে শিল্পাঞ্চলের সংখ্যা বাড়ায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল ও সরঞ্জাম বৃদ্ধির প্রয়োজন রয়েছে।’