আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মেগা প্রকল্পগুলো থেকে দুর্নীতি করে ১ লাখ কোটি টাকার বেশি বিদেশে পাচার করেছে। এর ফলে দেশের অর্থনৈতিক কাঠামো সম্পূর্ণ রুপে ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ শনিবার (২ সেপ্টেম্বর) সকালের দিকে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র ফোরাম আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় বিএনপি নেতা আমীর খসরু এসব কথা বলেন।