আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের বাঁচামরার লড়াইয়ে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে অবিশ্বাস্যভাবে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে নাম লিখালেন বাংলার দুই ভবিষ্যৎ তারকা মেহেদী হাসান মিরাজ ও নাজমুল শান্ত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কোন ক্রিকেটার যদি ওয়ানডেতে ৫ উইকেট সংগ্রহ করে অথবা সেঞ্চুরি করে তাহলে নাম যুক্ত হয় মাঠের অনার্স বোর্ডে। এর আগে, ২০০৮ সালে সেঞ্চুরি করে এই বোর্ডে নাম লিখিয়েছিলেন বাংলার প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল।