আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছলে তাঁকে লালগালিচা অভ্যর্থনা জানানো হয়।
রাষ্ট্রপতিকে বহনকারী উড়োজাহাজটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সন্ধ্যা ০৫:৪০ টায় (ইন্দোনেশিয়া সময়) জাকার্তা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ইন্দোনেশিয়ার পরিবেশ ও বনমন্ত্রী সিতি বিমানবন্দরে রাষ্ট্রপতিকে মোঃ সাহাবুদ্দিন কে স্বাগত জানান।
উল্লেখ্য: চলতি মাসের ৫-৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ৪৩ তম ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’ এবং ১৮তম ‘পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে’ যোগ দেবেন। এরপর সাস্থ্য চিকিৎসার জন্য সিঙ্গাপুরে চলে যাবেন।