১৮ই ফেব্রুয়ারি, ২০২৫, ১৮ই শাবান, ১৪৪৬

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের হল থেকে গাঁজাগাছ উদ্ধার!

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের কক্ষ থেকে গাঁজাগাছ উদ্ধার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমন নেক্কারজনক ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রসাশন ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসানউল্লাহ মাস্টার হলের ৪১৩ নম্বর কক্ষে একটি গাঁজাগাছ দেখতে পান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খবর পেয়ে প্রভোস্ট আব্দুস সালাম গিয়ে ঘটনাস্থল থেকে গাছটি উদ্ধার করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে আরো জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাফিম খান ওই কক্ষেই থাকতেন। এবং তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলেও জানা গিয়েছে। এর আগে রাফিম খান শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য আহসানউল্লাহ মাস্টার হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে কয়েকজন শিক্ষার্থী জানিয়েছে, দীর্ঘদিন ধরে একটি গ্রুপ প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় বিশ্ববিদ্যালয়ের হলে মাদকের ব্যবসা করে আসছে। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও তারা কোনোরকম ব্যবস্থা গ্ৰহন করেন নি।

এদিকে তারা আরো জানিয়েছে, রাফিম খান বহিষ্কৃত হলেও সম্প্রতি তিনি আবারও হলে ফিরে ৪১৩ নম্বর কক্ষে থাকতে শুরু করেন। তাঁর কক্ষ থেকেই মূলত গাঁজাগাছ উদ্ধার হয়, কিন্তু এরপরও প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গিয়াস উদ্দিন মিয়া বলেছেন, ঘটনা তদন্তে হল প্রভোস্টকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত