আওয়ার টাইমস নিউজ।
স্টাপ রিপোর্টার: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একদল ভয়ংকর দুর্ধর্ষ অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে প্রাণ হারিয়েছেন আব্দুল হান্নান (৩৮) নামে এক ব্যবসায়ী।
জানা গিয়েছে, নিহত ব্যবসায়ী আব্দুল হান্নান সাতকানিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের চরপাড়া এলাকার শামসুল ইসলামের ছেলে। আব্দুল হান্নান চকরিয়ার চিরিংগা বাজারে আনোয়ার শপিংয়ে জুতার ব্যবসা করতেন। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চট্টগ্রামের বেসরকারি পার্ক ভিউ হসপিটালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গত বুধবার (৩০ আগস্ট) দুপুরে সাতকানিয়ার কেরানিহাট থেকে লোকাল বাসে করে চকরিয়ায় যাওয়ার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন আব্দুল হান্নান। এরপর চকরিয়ার বাস স্টেশনে অজ্ঞান অবস্থায় পেয়ে সেখানকার স্থানীয় লোকজন আব্দুল হান্নানকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে নগরীর বেসরকারি পার্ক ভিউ হসপিটালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।