
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ মালিতে যাত্রীবাহী নৌকা ও সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে একদল সশস্ত্র জঙ্গি সন্ত্রাসী দল। এতে কমপক্ষে ৪৯ জন বেসামরিক লোক ও দেশটির ১৫ জন সেনা সদস্য নিহত হয়েছে! নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, এছাড়াও এ হামলার ঘটনায় অন্তত ৫০ জন হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কতৃপক্ষ। খবর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরার।
এদিকে মালির সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর সশস্ত্র সন্ত্রাসী দল রারহৌসে আবাকইরা ও জরঘইয়ের মধ্যে কোমানাভের একটি নৌকায় হামলা চালিয়েছে।
নৌকার পরিবহন অপারেটর কোমানাভ পৃথক এল বিবৃতিতে বলেছে, সন্ত্রাসীরা নৌকার ইঞ্জিন লক্ষ্য করে অন্তত তিনটি রকেট ছোড়ে এতে নৌকাটি যখন হামলার পর পানিটে আটকে যায় তখন দেশটির সেনাবাহিনী তা উদ্ধার করতে আসে। ওই সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীদের উপরও চালায় এতে ১৫ সেনা সদস্যও প্রান হারায়।
ভয়াবহয় এই সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় মালির অন্তর্বর্তী সরকার দেশটিতে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে।