আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়ে গত ১৪০ বছরের মধ্যে স্মরণকালের সবচেয়ে ভারি বৃষ্টি হয়েছে। দেশটিতে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে আজ শুক্রবার সব এলাকাতেই ব্যাপক বন্যা দেখা দিয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১০০ শত মানুষ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে বৃষ্টির কারণে ডুবে গিয়েছে ক্রস-হারবার টানেল, যা হংকং দ্বীপ থেকে কাউলুনের মধ্যে সংযোগ স্থাপন করেছে। কিছু কিছু এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করেছে দেশটির প্রশাসন।