আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: নিরাপত্তাহীনতার অজুহাত দিয়ে নিজ পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসে গিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বরখাস্ত হওয়া এমরান আহমেদ ভূঁইয়া। তিনি নিজের ও পরিবারের সদস্যদের জন্য নিরাপত্তার আশ্রয় চেয়ে মার্কিন দূতাবাসে আবেদন করেছেন।
আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) তিনি নিজেই এমন তথ্য বিভিন্ন গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
নিজ নিরাপত্তা বিষয়ে এমরান আহমেদ ভূঁইয়া বলেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই মার্কিন দূতাবাসে পুরো পরিবারসহ আশ্রয়ের জন্য বসে আছি। আজকে আমাকে চাকুরিচ্যুত করা হয়েছে, এবং আমাকে নানা ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, বন্ধের দিন হওয়ায় মার্কিন দূতাবাসের নিরাপত্তাকর্মীরা তাদেরকে ভেতরে ঢুকতে দেননি। তবে মূল ফটকের পাশে একটি কক্ষে বসিয়েছেন বলে তিনি জানান।
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিবৃতি-সংক্রান্ত বক্তব্য দিয়ে দেশব্যাপী আলোচনার মূল ফোকাস এখন এমরান আহমেদ ভূঁইয়ার দিকে।