আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো রকম আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এমন কথাই জানিয়েছেন।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে দুই প্রধানমন্ত্রীর মধ্যে নির্বাচন নিয়ে কোনো রকম আলোচনা হয়নি। তবে দুই প্রধানমন্ত্রী কিছুক্ষণ একান্ত বৈঠক করেছেন,সেখানে আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিনা জানি না।
এসময় তিনি আরো বলেন, বৈঠকে বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী মোদি। এবং বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান গভীর সম্পর্ক আরও এগিয়ে নিতে দুই প্রধানমন্ত্রী একমত হয়েছেন।