আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: কানাডার পুলিশ অফিসার পদে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার প্রতিভাব ব্যাটসম্যান মেহরাব হোসেন জুনিয়র! যিনি সর্বশেষ বাংলাদেশ জাতীয় দলের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন।
এবার বাংলাদেশ জাতীয় দলের এই প্রতিভাবান ব্যাটসম্যান মেহরাব হোসেন জুনিয়র খবরের শিরোনাম হয়েছেন ভিন্ন এক কারণে। তিনি কানাডার পুলিশ প্রশাসনে নিজের নাম লিখিয়েছেন।
মেহরাব হোসেন জুনিয়র হঠাৎ ক্রিকেট ছেড়ে কানাডায় পাড়ি দিয়ে দেশটির পুলিশ প্রশাসনে যোগ দিয়েছেন, এমন একটি ছবি শুক্রবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, বাংলাদেশি এই ক্রিকেটারের এমন খবর নেট দুনিয়ায় ভাইরাল টপিকেও পরিণত হয়েছে।