১৮ই ফেব্রুয়ারি, ২০২৫, ১৮ই শাবান, ১৪৪৬

শেখ হাসিনা ও মোদির একান্ত বৈঠকটি আশানুরূপ সফল হয়েছে

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার (৮ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনেই দ্বিপাক্ষিক এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এ বৈঠকে দুই প্রধানমন্ত্রীর মধ্যে উভয় দেশের চলমান গভীর সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন এবং একই সঙ্গে উভয় দেশের সম্পর্ককে আরও বেশী জোরদার করতে কার্যকর পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন।

এদিকে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর এ বৈঠকের ফলাফল সম্পর্কে ব্রিফিংকালে বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের জানান, ভারতীয় প্রধানমন্ত্রী মোদি আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে অমীমাংসিত সমস্যা সমাধানের ওপরও জোর দিয়েছেন, এবং ভারতের প্রধানমন্ত্রী তার দেশের উত্তর-পূর্বাঞ্চলে বিদ্যমান শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত