
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার (৮ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনেই দ্বিপাক্ষিক এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এ বৈঠকে দুই প্রধানমন্ত্রীর মধ্যে উভয় দেশের চলমান গভীর সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন এবং একই সঙ্গে উভয় দেশের সম্পর্ককে আরও বেশী জোরদার করতে কার্যকর পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন।
এদিকে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর এ বৈঠকের ফলাফল সম্পর্কে ব্রিফিংকালে বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের জানান, ভারতীয় প্রধানমন্ত্রী মোদি আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে অমীমাংসিত সমস্যা সমাধানের ওপরও জোর দিয়েছেন, এবং ভারতের প্রধানমন্ত্রী তার দেশের উত্তর-পূর্বাঞ্চলে বিদ্যমান শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।