আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চোখে এখন অন্ধকার দেখছে। আপনারা খবর নিয়ে দেখবেন, বিএনপির নেতারা বেলা থাকতেই মিছিল শেষ করে হাত-পা বিছিয়ে শুয়ে পড়েছেন। একটারও আর রাতে ঘুম আসবে না। কী শুনলাম! কী দেখলাম! আর এখন কী হচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাহেব আমাদের নেত্রী শেখ হাসিনার সঙ্গে ছবি তুলেছেন কেমন করে। এসব দেখে কী আর বিএনপির ভালো লাগছে?
আজ শনিবার (৯ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্যকালে এসব কথা বলেন মন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি দেশে অপরাজনীতি করছে দাবি করে এর প্রতিবাদে আজ এ কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগ।