আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মরোক্কোয় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ভূম এখন পর্যন্ত ২ হাজার ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো কমপক্ষে ২ হাজার ৫৯ জন। এবং আহতদের মধ্যে ১ হাজার ৪০৪ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আজ রোববার (১০ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স তাদের এক সংবাদ প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন ভূ-জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে গত শুক্রবার গভীর রাতে মরোক্কোয় শক্তিশালী ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। এর কেন্দ্র ছিল দেশটির ঐতিহাসিক মারাকেশ শহর থেকে দক্ষিণপশ্চিমে ৭২ কিলোমিটার দূরে।