আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করা তাওহীদ হৃদয় কে আম্পায়ার ওই এল বি ডব্লিউ আউটটি না দিলেও পারতেন। তাওহীদ হৃদয়ের জায়গায় যদি কোন ভারতীয় ক্রিকেটার থাকতেন, নিশ্চয়ই এমন আউট ওই আম্পায়ার কখনোই দিতেন না, বাংলাদেশ বলেই কি এমন আউট দিয়েছেন আম্পায়ার? এমন প্রশ্নই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলার ক্রিকেট সমর্থকদের, সাধারণত এই সময় এমন এল বি ডব্লিউ আবেদন ব্যাটসম্যানের পক্ষেই যায়।
কারণ তাওহিদ হৃদয়ের বিপক্ষে ওই এল বির আবেদনটি কোন প্রফেশনাল আম্পায়ার কখনোই গ্ৰহন করতেন না বলে চ্যালেঞ্জ জানিয়েছেন অনেক ক্রিকেট সমর্থকরা। এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট বুঝা গিয়েছে যে, ওই আম্পায়ার শ্রীলংকার পক্ষেই কাজ করেছিলেন।