আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশ ও সৌদি আরব সম্ভাব্য সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একযোগে কাজ করবে বলে জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন বৈশ্বিকভাবে প্রভাবশালী এই আরব নেতা।
রোববার (১০ সেপ্টেম্বর)ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জি২০ শীর্ষ সম্মেলনের এক ফাঁকে দুই নেতার সংক্ষিপ্ত এক বৈঠকে এমন আশ্বাস দেন সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান।