আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: হঠাৎ ভয়াবহ এক ভূমিকম্পে আফ্রিকার মুসলিম প্রধান দেশ মরক্কো যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেশটিতে ৬.৮ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন। গুরুতর আহত হয়েছেন বহু মানুষ। এবং শক্তিশালী এ ভূমিকম্পের ভয়ংকর তান্ডবে এরই মধ্যে বহু হারিয়েছে নিজেদের বাসস্থান ঘরবাড়ি।
এদিকে মরোক্কোয় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছেন বিশ্বব্যাপী নানা শ্রেণি–পেশার মানুষ। পাশাপাশি এসব বিপর্যস্ত মানুষদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্ব ফুটবলের অন্যতম তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে জানা গিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য মরক্কোয় রোনালদোর মালিকানাধীন হোটেলের দরজা খুলে দেওয়া হয়েছে। সেখানে সম্পূর্ণ ফ্রিতে থাকা-খাওয়া সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন ক্ষতিগ্রস্ত মানুষরা।