আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: স্মরণকালের ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লিবিয়ার পূর্বাঞ্চল যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৫ হাজার মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদম বার্তা সংস্থা রয়টার্স
এদিকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট দাবি করেছেন, ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে আরও ১০ হাজার বাসিন্দা নিখোঁজ রয়েছেন। শুধু দের্না শহরেই মিলেছে দুই হাজার ৩০০ জনের মৃতদেহ।
দেশটির দের্না শহরের মেয়র আকরাম আব্দুল আজিজ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, ঘুর্নিঝড়ের তাণ্ডবে দের্নার ২০ শতাংশ এলাকা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে প্রবল ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ে পার্বত্য এলাকায় স্থাপিত শহর রক্ষাকারী দুটি বাঁধ। প্রবল পানির তোড়ে ভেসে যায় কয়েক মাইল ধরে থাকা বহুতল বিল্ডিং ও ঘরবাড়ির-স্থাপনা। এবং চলতি পথে ভাসিয়ে নেয়া হয়েছে হাজার-হাজার মানুষকে।
লিবিয়ায় এই দুর্যোগে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ত্রিপোলি ও বেনগাজিভিত্তিক উভয় সরকার। ইতিমধ্যেই কাতার, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র-জার্মানিসহ বেশ কয়েকটি দেশ সহায়তায় এগিয়ে এসেছে।