আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভবিষ্যত সহযোগিতার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা উপ-প্রধানমন্ত্রী চাং কুওছিন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাশিয়ার ভ্লাদিভোস্টক শহরে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করেন চীনের উপ-প্রধানমন্ত্রী চাং কুওছিন।
চীনের পক্ষ থেকে ইস্টার্ন ইকোনমিক ফোরামে যোগ দিতে রাশিয়া যায় চীনের একটি প্রতিনিধি দল। সে দলের নেতৃত্ব দেন চীনের উপ-প্রধানমন্ত্রী।
এদিকে ইস্টার্ন ইকোনমিক ফোরামে চীনের তরফ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর জন্য বৈঠকে চীনকে ধন্যবাদ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এ সময় পুতিন বলেন, চীন ও রাশিয়ার যৌথ প্রচেষ্টায় দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এখন ইতিহাসের সর্বোত্তম পর্যায়ে রয়েছে।
পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে দুই পক্ষের সহযোগিতা আরো মসৃণ হয়েছে। রাশিয়া-চীন সহযোগিতা একটি নতুন মাত্রা পেয়েছে উল্লেখ করে ভ্লাদিমির পুতিন বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে চীনের উপর যথেষ্ট আস্থা আছে রাশিয়ার।
এ সময় চীনের উপ-প্রধানমন্ত্রী চাং বলেন, দুই রাষ্ট্রপ্রধানের নির্দেশনায় চীন-রাশিয়ার নতুন যুগের সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও উচ্চ পর্যায়ের কার্যক্রম বজায় রেখেছে।
চীনের উপ-প্রধানমন্ত্রী চাং আরো বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো এবং অগ্রগতি ও নতুন অর্জনের পথে দুই দেশের একসঙ্গে এগিয়ে যাওয়ার ব্যাপারে উভয় দেশের রাষ্ট্রপ্রধানগণ যে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছে তা বাস্তবায়নে চীন রাশিয়ার সঙ্গে কাজ করতে ইচ্ছুক।