১৮ই ফেব্রুয়ারি, ২০২৫, ১৮ই শাবান, ১৪৪৬

ঘূর্ণিঝড় ড্যানিয়েলের ভয়াবহ তাণ্ডবে লণ্ডভণ্ড লিবিয়ার পথে পথে পড়ে আছে মরদেহ! মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে

আওয়ার টাইমস নিউজ।

ঘূর্ণিঝড় ড্যানিয়েলের ভয়াবহ তাণ্ডবে লণ্ডভণ্ড আফ্রিকার মুসলিম প্রধান দেশ লিবিয়া যেন মৃত্যুনগরীতে পরিণত হয়েছে, দেশটির বন্দরনগরী দেরনার পথে পথে পড়ে আছে নারী-শিশুদের মরদেহ।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছিল এ ঘূর্ণিঝড়ে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু ও ১০ হাজার নিখোঁজ রয়েছে। তবে গতকাল বুধবার দেশটির স্থানীয় চিকিৎসক ও দাতা সংস্থাগুলো জানিয়েছে, মৃত্যুর প্রকৃত সংখ্যা ২০ হাজার হতে পারে। অনেক পরিবার সমূলে নির্মূল হয়ে গেছে। সর্বত্র শোক আর আহাজারি। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্যা গার্ডিয়ানের।

এদিকে দেশটির সরকারি উদ্ধারকর্মীরা জানিয়েছে, ভয়াবহ এই ঘূর্ণিঝড় ও বন্যায় পুরো পরিবার নিশ্চিহ্ন হয়েছে এমন ঘটনা অসংখ্য রয়েছে। এবং তারা আরো জানিয়েছে, উদ্ধারকর্মীদের জন্য বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত গ্রামগুলোয় পৌঁছানো অনেক কঠিন হচ্ছে। ফলে প্রাণহানির সঠিক হিসাব পেতে সময় আরও লাগবে।লি

বিয়ার দেরনা শহরের মেয়র আকরাম আব্দুল আজিজ এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির শহরের ২০ শতাংশ এলাকাই পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এবং তিনি মানবিক সহায়তার জন্য বিশ্ববাসীকে এগিয়ে আসার অনুরোধ করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত