আওয়ার টাইমস নিউজ।
এশিয়া কাপে আজ শ্রীলংকার বিপক্ষে অঘোষিত সেমিফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমে ২৭.৪ ওভারে ৫ উইকেটে ১৩০ রান তোলা পাকিস্তান ধুঁকছিল। সেই দলটিই অবশেষে ৪২ ওভার শেষে ৭ উইকেটে ২৫২ সংগ্ৰহ করে। তবে ডিএলএস পদ্ধতিতে জয়ের জন্য অবশ্য শ্রীলঙ্কাকে করতে হবে ২৫২ রান। পাকিস্তানকে এতদূর নিয়ে যাওয়ার পেছনে রিজওয়ানের ৭৩ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংসের সঙ্গে বুড়ো ইফতিখার আহমেদের ৪০ বলে ৪৭। শেষ ১০ ওভারে পাকিস্তান তুলেছে ১০২ রান।
ইফতেখার ৪০ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৪৭ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত ইফতিখার আউট হন। তবে ততক্ষণে পাকিস্তানের বেশ ভালো সংগ্রহ (২৩৮) এসে গেছে বোর্ডে। ৪২ ওভার শেষে ৭ উইকেটে ২৫২ রান তুলেছে পাকিস্তান। জিততে হলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২৫২ করতে হবে শ্রীলঙ্কাকে।
রিজওয়ান শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৭৩ বলে ৮৬ রানে। মারকুটে এই ইনিংসে ৬টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কা হাঁকান উইকেটরক্ষক এই ব্যাটার।মাথিসা পাথিরানা ৬৫ রানে ৩টি আর প্রমোধ মধুশান ৫৮ বলে ২ উইকেট শিকার করেন।