আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের শেষ ম্যাচটি কাগজ কলমে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ হলেও ম্যাচটি কিন্তু ভারত ও বাংলাদেশের। দু’দেশের সমর্থকদের মধ্যে খেলার আগ থেকেই চলেছে কথার লড়াই। বাংলার ক্রিকেট পাগল সমর্থকদের অনেকই আশা করছেন টাইগাররা আজ ভারতকে হারিয়ে এশিয়া কাপ থেকে বাদ পড়ার দুঃখ ভুলবে।
সেই লক্ষ্যে বাংলাদেশ দল আজ ভারতের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক সাকিব আল হাসানের ৮০ রান ও তাওহীদ হৃদয়ের ফিফটি এবং শেষ দিকে নাসুম আহমেদ ও শেখ মেহেদীর অসাধারণ ব্যাটিংয়ে ৮ উইকেট হারিয়ে ভারতকে ২৬৬ রানের ফাইটিং লক্ষ্য ছুড়ে দেয় টাইগাররা। যদিও বাংলাদেশ দলের শুরুটা ছিল ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের। মাত্র ১৩ রানে সামির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন লিটন দাস,ঠিক ২ রান পরেই অর্থাৎ ১৫ রানের মাথায় ফিরে যায় জুনিয়র তামিম। একে একে ফিরে যায় মেহেদি মিরাজ ও শামীম পাটোয়ারীরা। মাঝে তাওহীদ ও সাকিব আল হাসানের মধ্যে একশত রানের জুটিই মূলত বাংলাদেশকে এ ফাইটিং স্কোর গড়তে সাহায্য করে।